Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

ছেংগারচর কলেজ ক্যাম্পাসে শৃঙ্খলা ভাঙলে বহিষ্কার

মমিনুল ইসলাম
মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্যাম্পাসের শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি কলেজ চলাকালীন সময়ে কিছু শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে বাজার এলাকায় ঘোরাফেরা ও আড্ডা দিতে দেখা যাওয়ায় এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ছেংগারচর সরকারি কলেজের এই পদক্ষেপে অভিভাবক ও সাধারণ শিক্ষার্থী মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই কলেজের এই উদ্যোগকে সময়োপযোগী ও শৃঙ্খলা রক্ষার জন্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মামুন উল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধরনের কর্মকাণ্ড কলেজের শৃঙ্খলাবিধির গুরুতর লঙ্ঘন। ভবিষ্যতে এমন আচরণ রোধে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যদি কোনো শিক্ষার্থী কলেজ সময়কালে পুলিশের বা কলেজের ভিজিল্যান্স টিমের হাতে ধরা পড়ে, তবে তাকে টিসি (ছাত্রত্ব বাতিলের চিঠি) প্রদান করে কলেজ থেকে বহিষ্কার করা হবে।
অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা পরিবেশ রক্ষার স্বার্থে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজ চলাকালীন সময়ে সকল শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতরে অবস্থান করতে হবে এবং নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে।
উল্লেখ্য, বিজ্ঞপ্তিটি গত ২৮ অক্টোবর প্রকাশ করা হয় এবং কলেজের অফিসিয়াল ইমেইল ও নোটিশ বোর্ডে তা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

Exit mobile version