Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

মতলব উত্তরের ১ মেম্বার করোনায় আক্রান্ত

খান মোঃ কামাল :
মতলব উত্তর উপজেলার এক ইউপি মেম্বার করোনায় আক্রান্ত হয়েছেন। তার নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি কলাকান্দা ইউনিয়ন পরিষদের মেম্বার। তার বয়স আনুমানিক (৫০) বছর। এ নিয়ে মতলব উত্তর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হলো মোট ৫জন। এর মধ্যে ২জন ঢাকায় নমুনা পরীক্ষা করিয়েছেন। বাকী ৩জন চাঁদপুরের সিভিল সার্জন অফিসের মাধ্যমে করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন ওই মেম্বার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে ওই মেম্বারের করোনা রিপোর্ট পজেটিভ বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই মেম্বার বর্তমানে ঢাকায় রয়েছেন। আরো জানা যায়, ওই ব্যক্তি ঢাকায় নমুনা দিয়েছিলেন করোনা টেস্টের জন্য।

এদিকে চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর প্রবাহকে জানান, চাঁদপুরে আজ কোনো করোনা পজেটিভ রিপোর্ট আসেনি। একটি নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। তিনি জানান, ঢাকা কিংবা অন্যত্র কেউ করোনার নমুনা দিলে তার রিপোর্ট চাঁদপুর সিভিল সার্জন অফিস জানবে না।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াত জানান, করোনায় আক্রান্ত মেম্বারের বাড়ি লকডাউন করা হয়েছে।

Exit mobile version