Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

মতলব উত্তরে মারা যাওয়া বৃদ্ধা করোনায় আক্রান্ত ছিলেন না : ৫ বাড়ির লকডাউন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক :
মতলব উত্তরে করোনার উপর্গ নিয়ে এক নারীর মৃত্যুতে আশপাশের ৫টি বাড়ি লকডাউন করা হয়েছিল শনিবার। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে জ্বর, বমি ও পাতলা পায়খানাজনিত সমস্যায় ৫৫ বছর বয়সী ওই নারী শুক্রবার দিবাগত রাতে মারা যান। এই ঘটনায় শনিবার সকালে স্থানীয় প্রশাসন আশপাশের ৫টি বাড়ি লকডাউন করেছে এবং মৃতের করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। শনিবার তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গল দুপুরে আসা রিপোর্ট থেকে জানা যায়, ওই মহিলা করোনায় আক্রান্ত ছিলেন না। ফলে মঙ্গলবার থেকেই ৫টি বাড়ির লকডাউন প্রত্যাহার করা হয়েছে।

এ নিয়ে চাঁদপুর জেলায় এখন পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে ৩জন মারা গেলেন। এদের সবার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। অন্য দু’জন হলেন পুরানবাজারের এক ব্যাংকার যুবক ও হাজীগঞ্জের মধ্যবয়সী এক ব্যবসায়ী।

সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ জানান, মৃত বৃদ্ধার নমুনা শনিবার সংগ্রহ করে রোববার সকালে ঢাকা পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে রিপোর্ট এসেছে করোনা রিপোর্ট নেগেটিভ। অর্থাৎ ওই মহিলা করোনায় আক্রান্ত ছিলেন না।

Exit mobile version