Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি :
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের কাছে খাদ্য সহায়তা চেয়ে ফোন করেছিলেন উপজেলার কর্মহীন ব্যক্তিরা। তাঁদের ফোনে সাড়া দিয়ে শুক্রবার খাদ্য সামগ্রী স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ঘরে পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে প্রশাসন।

জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশক্রমে উপজেলা প্রশাসন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানের জন্য চারটি হট লাইন নম্বর চালু করেন। যেখানে উপজেলার নিন্ম আয়ের শ্রমজীবী মানুষ, প্রকৃত পক্ষে খাবারের কষ্টে আছেন তারা হট নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। তারপর থেকেই উপজেলার বিভিন্ন স্তরের মানুষের ফোন কল আসতে থাকে হট লাইনে। ফোন কলগুলোর সতত্যা যাচাই-বাছাই করে স্বেচ্ছাসেবী মোটরবাইক চালকদের ম্যাধমে ৩৭টি পরিবারের কাছে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, আমাদের চারটি হট লাইন নাম্বারে প্রচুর কল আসছে। সেইগুলোর তথ্য যাচাই করে শুক্রবার ৩৭টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তাদের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এই কার্যক্রম সরকারি নির্দেশনা অনুসারে চালু থাকবে।

Exit mobile version