Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

মায়া চৌধুরী ও দিপু চৌধুরীর উদ্যোগে ছেংগারচর যুবলীগের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতো মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এবং তার জ্যেষ্ঠ পুত্র সাবেক কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপুু ছেংগারচর পৌরসভায় করোনা ভাইরাসের সংকট মোকাবিলায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারা কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

বুধবার সকালে উপজেলার ছেংগারচর পৌরসভার উত্তর ঠাকুরচর আমিরুল মোমেনীন নূরানী হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা মাঠে ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খানের পরিচালনায় সামাজিক দূরুত্ব বজায় রেখে কর্মহীন ও অস্বচ্ছল শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, বিতরণ করা হয়।

এ সময় ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির খান, পৌর যুবলীগ নেতা মোঃ মিলন খান, মোঃ মোসলেম দেওয়ান, মোঃ বাদল ঢালী, রেজাউল করিম ডেঙ্গু, মোঃ কাজল, গজরা ইউনিয়ন যুবলীগ নেতা সোহেল, পৌর ছাত্রলীগ নেতা সুমন বেপারীসহ আরো অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version