Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

ময়লার স্তূপে ময়লার পাত্র……!

কবির হোসেন মিজি :
নির্দিষ্ট পাত্রে ময়লা রাখার জন্য ডাস্টবিন স্থাপন করেছে কর্তৃপক্ষ। কিন্তু অসেচতন লোকজন সেই ডাস্টবিন ফেলে রেখে ময়লার স্তূপে। চাঁদপুর শহরেে প্রাণকেন্দ্রে ঘটেছে এই ঘটনা।

চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশন সর্বদা পরিষ্কার-পরিছন্ন রাখতে সেখানে বেশ কিছু ময়লা-আর্বজনা ফেলার ডাস্টবিন (ময়লা রাখার পাত্র) দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। যাতে করে আগত যাত্রী ও দর্শনার্থীরা প্লাটফর্মের যত্রতত্র ময়লা আর্বজনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনগুলোতে ময়লা ফেলেন।

চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশন কর্তৃপক্ষ কয়েক দিন সেগুলোকে প্লাটফর্মের বিভিন্ন স্থানে দাঁড়ি করিয়ে রাখলেও তারপর আর সেগুলোর কোন রক্ষণাবেক্ষণের খবর রাখেননি।

গত কয়েক মাস ধরে দেখা গেছে সেই ময়লা ফেলার ডাস্টবিনগুলো নির্দিষ্ট স্থানে না রেখে সেগুলো ভালো থাকা সত্ত্বেও প্লাটফর্মের ময়লা-আর্বজনার স্তূপে ফেলে রেখেছেন।

চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশনে বিভিন্ন পদে লোকবল নিয়োগ থাকলেও সেগুলো রক্ষণাবেক্ষণ এবং দেখার যেন কেউ নেই। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের দেয়া প্রায় নতুন ডাস্টবিনগুলোকে এভাবেই দীর্ঘদিন যাবৎ ময়লা-আবর্জনার স্তূপে ফেলে রাখতে দেখা যায়।

Exit mobile version