Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

রাস্তা ভেঙে ধস : ঝুঁকি নিয়ে চলাচল

নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়া উপজেলার বাতাপুকুরিয়া-মাঝিগাছা ও উত্তর শিবপুর ৮ কি.মি. সড়কের বেশ কয়েকটি স্থানের রাস্তা ভেঙে পুকুরে বিলীন হওয়ার পথে রয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কচুয়ার বেশ কয়েকটি গ্রামীন সড়ক ভেঙ্গে জনদুর্ভোগ দেখা দিয়েছে। এতে যে কোনো সময় দুর্ঘটনাসহ প্রাণহানীর আশঙ্কা করছে এলাকাবাসী।

জানা যায়, কচুয়ার বাতাপুকুরিয়া-উত্তর শিবপুর সড়কের মাঝিগাছা গ্রামের অধিবাসী ও মতলব দক্ষিন রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ এমদাদুল হকের বাড়ির সামনের রাস্তাটি ভেঙে পাশের পুকুরে তলিয়ে যাচ্ছে। ফলে যান চলাচল ও পথচারীরা চলাচলে মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

স্থানীয় লোকজন জানান, জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি দ্রুত সংস্কার না করলে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। তাই দ্রুত রাস্তাটি মেরামতের প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।

Exit mobile version