Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন চাঁদপুরের মৃনাল কান্তি দাস

নিজস্ব প্রতিবেদক :
শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ পাচ্ছেন চাঁদপুরের কৃতি সন্তান কণ্ঠশিল্পী ও গীতিকার মৃনাল কান্তি দাস। তথ্য মন্ত্রণালয় গত ৩ ডিসেম্বর ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে।

চলচ্চিত্র শাটল ট্রেনের “তুমি চাইয়া দেখ” গানের জন্য তিনি এ পুরস্কার পাচ্ছেন। তিনি এই জনপ্রিয় গানটিতে কথা ও সুর দিয়েছেন। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে।

মৃনাল চাঁদপুর এবং ঢাকার শিল্প ও সাংস্কৃতি অঙ্গনে এক পরিচিত মুখ। তার বাড়ি পুরানবাজার দাসপাড়া এলাকায়। তিনি শৈশব-কৈশোরে চাঁদপুরে অবস্থান করেন। এখানকার স্কুল-কলেজের পাঠ চুকিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়াশুনা সম্পন্ন করেন।

মৃনাল কান্তি দাস বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তার সহধর্মিণী শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হিসেবে অস্ট্রেলিয়া কর্মরত আছেন।

এর আগে চাঁদপুরের কৃতি সন্তান কবির বকুল শ্রেষ্ঠ গীতিকার হয়ে পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

Exit mobile version