Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

সুজিত রায় নন্দীর ত্রাণ তৎপরতা অব্যাহত

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, চাঁদপুরের কৃতিসন্তান সুজিত রায় নন্দীর পক্ষে বিভিন্ন স্থানে ত্রাণ তৎপরতা অব্যহত রয়েছে।

হোম কোয়ারেন্টাইনে কর্মহীন হয়ে থাকা চাঁদপুরের অগণিত মানুষের দুঃখ লাঘবে রোববার দিনভর চাঁদপুর শহরের উকিলপাড়া, আদালতপাড়া, পুরানবাজার মেরাকাটিজ রোড, নিতাইগঞ্জ রোড, নতুনবাজার, স্টেডিয়াম রোড, বাগাদী চৌরাস্তা ও হাইমচরের চরকৃষ্ণপুর,মিয়ার বাজার, নীলকমলসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে।

দলীয় নেতা-কর্মীরা সুজিত রায় নন্দীর নির্দেশে কখনো কখনো গভীর রাতেও মানুষের বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে। বাগাদী চৌরাস্তার ৭০ বছরের চা দোকানদার রহিম ঢালী জানান, সরকার ঘোষিত হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন অবস্হায় কর্মহীন হয়ে বাড়িতে বসে কোন রকম দিনাতিপাত করছিলাম সুজিত রায় নিজে ফোন করে খোঁজ-খবর নিয়ে আমার পরিবারের জন্য চাল, ডাল, আটা, তেল, পেঁয়াজ, আলু, সাবানসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠিয়েছেন।

সাবেক এক ছাত্রনেতা জানান, দুর্যোগময় অবস্থায় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়ে সুজিত রায় নন্দী যে মানবিকতার পরিচয় দিয়েছে তা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।

এছাড়া দেশের বর্তমান পরিস্থিতিতে সুজিত রায় নন্দীর ত্রাণ বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান। -প্রেস বিজ্ঞপ্তি।

Exit mobile version