Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

সৌদি আরবে কারফিউ শিথিল : ২১ জুন থেকে স্বাভাবিক জীবনযাত্রা

সৈয়দ আহমেদ, সৌদি আরব থেকে :
আগামী ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত মক্কা নগরী ছাড়া সৌদি আরবের অন্যান্য স্থানে সকাল ৬টা হতে বিকেল ৩টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এই সময়ে (সকাল ৬টা-বিকেল ৩টা) ব্যক্তিগত গাড়ি দিয়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে, এক শহর থেকে অন্য শহরে যাওয়া যাবে।

এছাড়া ৩১ মে থেকে ২০ জুন পর্যন্ত মক্কা শহরস্থ মসজিদসমূহ ছাড়া অন্যান্য সকল মসজিদে জুমা এবং অন্যান্য জামাতের নামাজ আদায়ের অনুমোদন দেয়া হয়েছে। এক্ষেত্রে স্বাস্থবিধি মেনে চলতে হবে। সকাল ৬টা হতে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সরকারি ও প্রাইভেট অফিস, প্রতিষ্ঠান খোলা থাকবে। আভ্যন্তরীন বিমান চলাচল চালু থাকবে। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াত করা যাবে (সকাল ৬টা-রাত ৮টার মধ্যে)।

তবে আন্তঃদেশীয় বিমান চলাচল বন্ধ থাকবে। ২১ জুন হতে স্বাভাবিক জীবনযাত্রা চালু হবে।

Exit mobile version