Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ও হাজীগঞ্জ পরিদর্শনের দাবি ডা. জাফরুল্লাহ চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক :
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, চাঁদপুরের হাজীগঞ্জের ঘটনায় পুলিশ ও সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। তারা ভূমিকা না রাখলে পরিস্থিতি আরো খারাপ হতে পারতো। এ ঘটনায় সরকারের ব্যর্থ দাবি করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল একজন ভালো মানুষ, ভালো মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা। কিন্তু গোয়েন্দা সংস্থা তাকে সঠিক তথ্য দেয়নি। তাকে মিস লিড করেছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি ও তাকে ঘটনাস্থল পরিদর্শনের দাবি জানাচ্ছি।

তিনি রোববার (১৭ অক্টোবর) সকালে চাঁদপুরের হাজীগঞ্জে গত বুধবারের সংঘর্ষের ঘটনাস্থল, ক্ষতিগ্রস্ত পূজামন্ডপ ও নিহতদের বাড়ি পরিদর্শন করেন। এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আমি আজ নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইতে এসেছি। কারণ, আমরা ব্যর্থ হয়েছি তাদেরকে বাঁচাতে।

বিস্তারিত আসছে…..

Exit mobile version