Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

হোম কোয়ারেন্টিন না মানায় অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর শহরে হোম কোয়ারেন্টিন না মানার কারণে দু’জনকে ১ হাজার ৮শ’ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাহে রমযানের তৃতীয় দিনে সেনাবাহিনীকে সাথে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় টহলরত থেকে হ্যান্ড মাইকের সাহায্যে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও হোম কোয়ারেন্টিন মেনে চলতে বলা হয়। হোম কোয়ারেন্টিন না মানায় দু’জনকে ১ হাজার ৮শ’ টাকা অর্থদন্ড করা হয়।

রমযানে আল্লাহর কাছে বাসায় থেকে বেশি বেশি প্রার্থনা করে করোনামুক্ত বাংলাদেশ তথা বিশ্ব কামনা করতে ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি উদাত্ত আহ্বান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যবৃন্দ।

Exit mobile version