Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

আগুনে পুড়ে ছাই বাদাম বিক্রেতার বসতঘর : ফোনে এমপির শান্তনা

নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনয়নে বৈদ্যুতিক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বাদাম বিক্রেতার বসতঘর। সোমবার সকাল ১০টায় ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড রায়চোঁ মুন্সি বাড়ির বাদাম বিক্রেতা রুহুল আমিনের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রেপাত হয়ে মূহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। রুহুল আমিন বিভিন্ন হাটে-বাজারে ঘুরে ঘুরে বাদাম বিক্রয় করে জীবিকা নির্বাহ করেন। আগুন পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব হবে না রুহুল আমিনের।

আগুনে পুড়ে যাওয়া বসত ভিটায় কয়লার ভিতরে রুহুল আমিনের ঘরে রাখা বাদাম পোড়া খোঁসা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পোড়া বাদাম ধরে কান্না করছে তিনি। অগ্নিকান্ডের সংবাদ শুনতে পেয়ে চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টও কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’র নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বান্তনা বড়কুল পূর্ব ইউনিয়ন উন্নয়ন সমন্বয়ক কমিটির যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।

এ সময় ক্ষতিগ্রস্ত রুহুল আমিনের সাথে মুঠোফোনে কথা বলেন মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। বড়কুল পূর্ব ইউনিয়ন উন্নয়ন সমন্বয়ক কমিটির যুগ্ম-আহবায়ক ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান রুহুল আমিনের পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেন।

Exit mobile version