Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট চাই : মায়া চৌধুরী

নিজস্ব প্রতিনিধি :
জহিরাবাদ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এবং সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম। তিনি বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে। দেশকে সমৃদ্ধির পথ দেখিয়েছে। নৌকা মার্কার দল আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট চাই।

শনিবার বিকেলে মতলব উত্তরের নেদামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভায় নৌকা মার্কায় ভোট চাওয়ার এক পর্যায়ে মায়া উপস্থিত নেতা-কর্মী-সমর্থক ও জনতাকে হাত তুলে অঙ্গীকার করতে বলেন। জনতাও হাত তুুলে নৌকা মার্কায় ভোট দেওয়ার ওয়াদা করেন আওয়ামী লীগ নেতার কাছে।

মায়া চৌধুরী আরো বলেন, দেশ ও জাতির উন্নয়ন ঘটাতে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। নৌকা বাংলাদেশের স্বাধীনতার প্রতীক, এই নৌকাই বাংলাদেশের উন্নয়নের প্রতীক, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। সুতরাং দেশকে এগিয়ে নেয়ার স্বার্থে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব গাজী মুক্তার হোসেনের সভাপতিত্বে ও আ’লীগ নেতা জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, গাজী ইলিয়াছুর রহমান, ফতেপুর পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, সাবেক ছাত্রলীগ নেতা রহমত উল্ল্যাহ সরকার লিখন, মতলব উত্তর ছাত্রলীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খান, জহিরাবাদ ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি আ. সাত্তার মাস্টার, আ’লীগ মনোনীত প্রার্থী গাজী সেলিম রেজা, উপজেলা যুবলীগ নেতা রাসেল মাহমুদ, জহিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিপন মল্লিক।

এ সময় মোহনপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল, কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবাহান সরকার সুভা, কমিশনার রুহুল আমিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, উপজেলা যুবলীগ নেতা হাসান মুর্শেদ চৌধুরী আহার, উপজেলা যুবলীগ নেতা মোশারফ হোসেন মন্টু, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়া, ফরাজীকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আ. মান্নান’সহ আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version