Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

কচুয়ার উপজেলা চেয়ারম্যান শিশির কারাগার থেকে হাসপাতালে

তালহা জুবায়ের :
প্রকৌশলীকে মারধরের মামলায় কারাগারে থাকা চাঁদপুর কচুয়া উপজেলার বরখাস্ত চেয়ারম্যান শাহজাহান শিশিরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। পরে সেখান থেকে পাঠানো হয় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

চাঁদপুর জেনারেল হাসাপাতালে আবাসিক মেডিকেল অফিসার আসিবুল আহসান চৌধুরী বলেন, ‘শিশির ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মস্তিষ্কের রোগে ভুগছেন। তার রোগের চিকিৎসা আমাদের এখানে করা সম্ভব নয়। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’

কচুয়া উপজেল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী শিক্ষা প্রকৌশলী নূর আলমকে ১৯ জুলাই মারধরের অভিযোগ আছে শাহজাহান শিশিরের বিরুদ্ধে। এ ঘটনায় নুর আলম কচুয়া থানায় মামলা করেন।

২৩ জুলাই কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে শাহজাহান শিশিরকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

২৫ আগস্ট শাহজাহান শিশির চাঁদপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে বিচারক তার আবেদন নাকচ করে কারাগারে পাঠান।

Exit mobile version