Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

করোনায় চাঁদপুরে ২৫০ মে. টন চাল বরাদ্দ

সংকটময় মুহূর্তের জন্য ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাসের প্রভাবে অচল হয়ে পড়েছে চাঁদপুরের জনজীবন। বিশেষ খেটে খাওয়া হতদরিদ্র মানুষের কাজ-কর্ম বন্ধ হয়ে যাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। এসব হতদরিদ্র মানুষের সাহায্যার্থে সরকারিভাবে জেলায় ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এসব চাল জেলার ৮টি উপজেলায় হতদরিদ্র জনসাধারণের মধ্যে বিতরণ করা হবে। এছাড়া সংকটময় মুহূর্তে দরিদ্র লোকজনদের সহায়তার জন্য ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, বরাদ্দকৃত চালের মধ্যে প্রতিটি উপজেলায় ২০ টন করে চাল বরাদ্দ দেয়া হবে। জেলায় করোনা ভাইরাসে অসহায় ও দুস্থ লোকজনের সহযোগিতার জন্য ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। অবস্থা বিবেচনা করে পরবর্তীতে চালের বরাদ্দ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Exit mobile version