Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

করোনা ঝুঁকিতে কচুয়া বাজার

সুজন পোদ্দার :
ঢাকা শহর ফাঁকা হলেও শহরবাসী ভিড় করেছে গ্রামে। কিন্তু তারা গ্রামে এসে মানছে না করোনাভাইরাস প্রতিরোধের নিদের্শনাসমূহ। ফলে ঝক্কি ঝামেলায় পড়ছে পুলিশ বিভাগসহ স্থানীয় প্রশাসন। নিয়মিত চলছে সাপ্তাহিক হাটগুলো। সেখানেই আড্ডা দিচ্ছে শহর ফেরত মানুষেরা।

সরেজমিন দেখা যায়, সাপ্তাহিক হাটের দিন থেকে শুরু করে প্রায় প্রতিদিন সকাল-বিকাল কচুয়া পৌর বাজারসহ ইউনিয়ন পর্যায়ের হাট-বাজারগুলোতে প্রয়োজনে অপ্রয়োজনে শত শত মানুষ ভিড় করছে। গোপনে বা প্রকাশ্যে চলছে চায়ের দোকানে আড্ডাসহ অপ্রয়োজনীয় অনেক দোকানই খোলা রাখা হচ্ছে। এর ফলে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।

কচুয়ার পৌর বাজার শনি ও মঙ্গলবার দুই দিনে হাট বসে। পৌর বাজার সহ কচুয়া বিশ্বরোডে সমাগম ঘটে হাজার হাজার মানুষের। এরা প্রায় সকলেই থাকে অরক্ষিত। এ ছাড়াও সাচার বাজার,পালাখাল বাজার, রহিমানগর বাজার সহ ইউনিয়ন পর্যায়ের হাট-বাজার গুলোতে জনগনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। গনপরিবহন বন্ধ থাকলেও ইঞ্জিনচালিত ভ্যান, অটো রিক্সা, সিএনজি, ইজিবাইক চলছে স্বাভাবিকভাবেই।

Exit mobile version