Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরের অক্সিজেন প্লান্ট প্রস্তুত : বিনামূল্যে অক্সিজেন দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে স্থাপিত অক্সিজেন লিকুইড প্লান্টের কাজ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। অবকাঠামো নির্মাণ শেষে এটি এখন চালুর জন্য প্রস্তুত। আজ-কালের মধ্যে কম্প্রেসার মেশিন চলে আসবে। আগামী সপ্তাহে অক্সিজেন প্লান্টটিতে অক্সিজেন উৎপাদন ও সরবরাহ শুরু হবে। এর ফলে করোনা রোগী বাড়লেও সদর হাপসাতালে অক্সিজেনের আর কোনো সমস্যা হবে না।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ চাঁদপুর প্রবাহকে এই আশাবাদের কথা জানান। তিনি আরো জানান, লিকুইড অক্সিজেন প্লান্ট চালুর আগে আজ বুধবার থেকে যতদিন প্রয়োজন আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে চাঁদপুর সদর হাসপাতালকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করা হবে। এ জন্য ৫৩ কেজি ওজনের ২০ সিলিন্ডারে করে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করা হবে। এর ফলে গত কিছুদিন ধরে সদর হাসপাতালে চলা অক্সিজেন সমস্যার সমাধান হতে যাচ্ছে। রোগীর চাপ বাড়ায় সম্প্রতি এ সমস্যার সৃষ্টি হয়েছিল।

Exit mobile version