Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরের পদ্মা-মেঘনায় একদিনে ৫২ জেলে আটক

মোরশেদ আলম :
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রমে মা ইলিশ শিকারের অপরাধে চাঁদপুরে এবার একদিনে ৫২ জেলেকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ২০ জেলেকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড, ২৯ জেলেকে মৎস্য আইনে মামলা ও ৩ জেলেকে মুচলেকায় ছাড়া দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম।

চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম জানান, রোববার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রমের হরিনা, মাঝিরবাজার, রাজরাজেশ্বর, লক্ষ্মীরচর ও চেয়ারম্যানঘাটে জেলা টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ২৩জন জেলেকে আটক করে। তাদের কাছ থেকে ৫০ কেজি মা ইলিশ, ১ লাখ মিটার কারেন্ট জাল ২টি মাছ ধরার নৌকাজব্দ করে। এর মধ্যে ২০ জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড, ৩ জেলেকে মুচলেকায ছাড়ে দেয়া হয়।

এছাড়া একই সময়ে নৌ-পুলিশের অভিযানে ২৯ জেলেকে আটক করে মৎস্য আইনে মামলা করে জেলহাজতে প্রেরণ করা হয়।

মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ-সীমানায় অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে সেজন্য নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিচ্ছে।

Exit mobile version