Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরের বড়স্টেশন মোলহেডে পণ্যবোঝাই ট্রলারডুবি

আল-ইমরান শোভন :
চাঁদপুর শহর রক্ষা বাঁধের বড়স্টেশন মোলহেড এলাকায় রোববার দুপুরে পণ্যবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ১২জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মালামালসহ ট্রলারটি মেঘনায় তলিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুর পুরাণবাজার থেকে পণ্যবোঝাই ট্রলারটি শরীয়তপুর যাওয়ার পথে মেঘনা নদী পাড়ি দেওয়ায় সময় স্রোতের কবলে ডুবে যায়। ট্রলারে প্রায় ২২ লাখ টাকার মালামাল ছিল। এ সময় ট্রলারে থাকা ১২জন শ্রমিক সাঁতারে তীরে উঠতে সক্ষম হয়।

ট্রলার মালিক অলিউল্লাহ জানায়, পুরণেবাজার থেকে প্রতিদিনের মতো পাইকারি দোকান থেকে ২২ লক্ষ টাকার মালামাল নিয়ে শরীয়তপুর জেলার ‘চর পাতরা’ খুচরা দোকানিরদের জন্য নিয়ে যাচ্ছিল।

চাঁদপুর-শরীয়তপুর নৌপথে চলাচলকারী ট্রলার মালিকরা জানান, বর্ষা মৌসুমের আগেই এবার মেঘনা নদী উত্তাল হয়ে পড়েছে। প্রচন্ড ঢেউ ও স্রোতের তোড়ে মেঘনা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে।

Exit mobile version