Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরের মেঘনায় কলকাতা থেকে আসা জাহাজডুবি : ১৪ নাবিক উদ্ধার

আল-ইমরান শোভন :
ভারতের কলকাতা থেকে আসা সিমেন্টের কাঁচামাল ফ্রাই এ্যাশ বোঝাই একটি জাহাজ চাঁদপুরের মেঘনায় প্রবল স্রোতে পড়ে ডুবে গেছে।

এই ঘটনার এমভি ইজ্জাহ-৩ নামে জাহাজের ১৪ নাবিককে উদ্ধার করেছে কোস্টাগার্ড। মঙ্গলবার সন্ধ্যার আগে চাঁদপুর সদরের নদীর হরিণা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক কোস্টগার্ড, চাঁদপুর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে জীবিত অবস্থায় ডুবে যাওয়া জাহাজের ১৪ নাবিককে উদ্ধার করে।

গত ৫ দিন আগে ভারতের কলকাতা থেকে এমভি ইজ্জাহ-৩ নামে এই জাহাজটি ৮শ’ ৬০ মেট্রিক টন ফ্রাই এ্যাশ নিয়ে বাংলাদেশের মেঘনাঘাটের উদ্দেশ্যে রওয়ানা করে।

জাহাজটি মঙ্গলবার চাঁদপুরের মেঘনা নদীর হরিণা এলাকায় পৌঁছালে তীব্র স্রোতের মুখে পড়ে নদীতে নোঙ্গর করে। পরে স্রোতে চাপ বেড়ে গেলে এটির নোঙ্গর ছিড়ে পাশের অন্য দুটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এএসএম লুৎফর রহমান জানান, উদ্ধার হওয়া নাবিকরা সবাই নিরাপদে আছেন।

Exit mobile version