Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরের মেঘনা থেকে প্রবাসীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় স্টিল বডি কার্গোর আরোহী নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর তার লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। রফিকুল ইসলাম নামের ওই প্রবাসীর লাশ বৃহস্পতিবার (১২ মে) সকালে চাঁদপুর সদর উপজেলার হরিণাঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। কোস্টগার্ডের ডুবুরিদল লাশ উদ্ধার করে। এর আগে গত মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের তিন নদীর মোহনায় আল্লাহর রহমত নামে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় স্টিল বডি কার্গোর এই আরোহী নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন।

চাঁদপুরে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পর থেকেই কোস্টগার্ডের ডুবুরিদল নদীতে অভিযান শুরু করে। দুর্ঘটনার তিন দিনের মাথায় বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের ৬ কিলোমিটার দূরে হরিণাঘাট এলাকায় ওই ব্যক্তির লাশের সন্ধান মেলে।

এদিকে দুপুরে কোস্টগার্ডের সদস্যরা রফিকুল ইসলামের লাশটি নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে। নৌ-পুলিশ চাঁদপুর থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, রফিকুল ইসলামের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কুলকড়ি গ্রামের বাসিন্দা ছিলেন প্রবাসী রফিকুল ইসলাম।

Exit mobile version