Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর ঈদ বাজার

শরীফুল ইসলাম :
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন নিম্ন শ্রেণির মানুষের মাঝে ঈদ বাজার প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী ৪৪ পদাতিক ব্রিগেড। শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে এই ঈদ বাজারের আয়োজন করা হয়।

সামাজিক দূরত্ব বজায়ে রেখে বিনামূল্যে নিম্নআয়ের বিভিন্ন পেশার ৩ শতাধিক নারী ও পুরুষের মাঝে চাল, ডাল, সেমাই, চিনি, তেল, সাবান, বাচ্চাদের নতুন জামাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য প্রদান করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মো. খায়রুল ইসলাম বলেন, আমরা করোনা ভাইরাস সংক্রমণরোধে শুরু থেকে কাজ করে যাচ্ছি। দেশের মানুষের প্রয়োজনে কাজ করে যাচ্ছি। আসন্ন ঈদ উপলক্ষে কর্মহীন মানুষের জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী ঈদ বাজারের ব্যবস্থা করেছি। এতে করে কিছু মানুষের উপকারে আসতে পারলেও আমরা আনন্দিত হবো।

তিনি আরো বলেন, আমাদের বাজারের সকল সবজিগুলো প্রান্তিক কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়েছে যাতে করে তারা কিছুটা হলেও লাভবান হয়। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যদি কিছু মানুষের মুখে হাসি ফুঁটে তাহলেই আমাদের এই কষ্ট সার্থক হবে। আমরা চাই বাংলাদেশ অতিদ্রুত করোনা থেকে মুক্তি লাভ করুক।

Exit mobile version