- নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো জনপ্রিয় খাবার প্রতিষ্ঠান কাচ্চি ডাইন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) কালিবাড়ি মোড়স্থ পৌর নিউ মার্কেটের এবি ব্যাংকের তৃতীয় তলায় একঝাঁক কোরআন শিক্ষার্থীদের দোয়ার মধ্য দিয়ে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমিন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক হোসেন, চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সল গাজী বাহারসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি।
উদ্বোধনের প্রথম দিনেই কাচ্চি ডাইনে ছিল উপচে পড়া ভিড়। শহরের বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ দুপুরের খাবারের সময় ভিড় জমায় নতুন এই রেস্তোরাঁয়। খাবারের স্বাদে মুগ্ধ হয়ে অনেকে কাচ্চি ডাইনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। পরিচালনা কর্তৃপক্ষ জানায়, এখন থেকে চাঁদপুরবাসী ঢাকার ‘কাচ্চি ডাইন’-এর অরিজিনাল স্বাদই উপভোগ করতে পারবেন।
বিশেষ অফার–
চাঁদপুর শাখার উদ্বোধন উপলক্ষে ঘোষণা করা হয়েছে স্পেশাল র্যাফেল ড্র অফার। ২৪ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৫০০ টাকা বা তার বেশি টাকার খাবার নিলেই মিলবে একটি টোকেন। ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জমকালো র্যাফেল ড্র।
পুরস্কারসমূহ—
১ম পুরস্কার: মোটরসাইকেল
২য়: ফ্রিজ
৩য়: টিভি
৪র্থ: স্মার্টফোন
৫ম: চার্জার ফ্যান
খাদ্যতালিকা–
এখানে পাওয়া যাবে বাসমতি কাচ্চি, কাচ্চি খাদক, প্লেইন পোলাও, মুরগির রোস্ট, গরু–খাসির রেজালা, কাবাব, মাটন চুইঝাল, বাদাম শরবত, বোরহানি, ফিরনি, চাটনি, জর্দা ও কোমল পানীয়।
চাঁদপুর ব্রাঞ্চের পরিচালক মোহাম্মদ ইয়ামিন বলেন, “অথেনটিক বাসমতী কাচ্চির স্বাদ দিতে আমরা কখনোই কোয়ালিটির সঙ্গে আপস করবো না।”
উদ্বোধন উপলক্ষে ডাইন–ইন গ্রাহকদের জন্য রাখা হয়েছে ৩০% ডিসকাউন্ট সুবিধা। পরিবার-বন্ধুদের নিয়ে আসুন এবং উপভোগ করুন কাচ্চি ডাইনের অনন্য অথেনটিক স্বাদ।
