Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে করোনায় আক্রান্ত সন্দেহে ১ শ্রমিককে আইসোলেশনে ভর্তি, চিকিৎসা দেওয়া ৬জনকে হোম কোয়ারেন্টে যাওয়ার নির্দেশ

শরীফুল ইসলাম :

চাঁদপুরের ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক যুবককে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, স্থানীয় কয়েক ব্যক্তি ওই যুবককে এনে ভর্তি করিয়েছে। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে। সে চাঁদপুরে শ্রমিকের কাজ করতো। লঞ্চঘাট এলাকায় সে অসুস্থ হলে স্থানীয়রা তাকে হাসপাতালে এনে ভর্তি করিয়েছে।

তাকে হাসপাতালের জরুরী বিভাগে যারা চিকিৎসা সেবা প্রদান করেছে তাদের সবাইকে হোম কোয়ারেন্টে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা হচ্ছেন- ১জন আবাসিক মেডিক্যাল অফিসার, ১জন ওয়ার্ড মাস্টার, ২জন সেবক, ১জন অফিস সহকারী ও ১জন বহিরাগত।

ডাঃ সুউদ্দৌলা রুবেল জানিয়েছেন, রোগীর মধ্যে করোনার কিছু লক্ষণ দেখা যাচ্ছে বলে আমরা তাকে আইসোলেশনে ভর্তি করেছি। তার শরীর থেকে কীট সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

Exit mobile version