Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে জনশক্তি কর্মসংস্থান অফিসে প্রচন্ড ভিড় : নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ

শরীফুল ইসলাম :
বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার প্রাপ্তি ও বয়স প্রমার্জন করে টিকার জন্য সুরক্ষা অ্যাপে (চালু হওয়া সাপেক্ষে) রেজিস্ট্রেশনের জন্য চাঁদপুর জনশক্তি কর্মসংস্থান অফিসে টিকা গ্রহীতারা প্রচন্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে শনিবার সকাল থেকে। এতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা শাহনাজ উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কিছুক্ষণ আগে তিনি মাইকে ঘোষণা দিয়েছেন, লোকজন ভিড় করে থাকলে লকডাউন বাস্তবায়নে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বাধ্য হবেন তিনি।

অন্যদিকে সেখানে আগত লোকজন জানান, বিদেশ যাওয়ার মতো জরুরী প্রয়োজনে এখানে এসেছেন তারা। তাদের যেভাবে সরিয়ে দেওয়া হচ্ছে এবং রাস্তায়ও দাঁড়াতে দেওয়া হচ্ছে না, তা অমানবিক। তাদের অনেকেই বলেন, নির্ধারিত সময়ে বিদেশ যেতে না পারলে তাদের বড় ধরণের ক্ষতি হয়ে যাবে।

Exit mobile version