Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে দশ দিনে ২৫৩টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন : চরম দুর্ভোগে ভাড়াটিয়ারা

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে গত ১০ দিনের টানা অভিযানে ২৫৩টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এর মধ্যে অবৈধ সংযোগ থাকায় ২৪৭টি আবাসিক এবং বকেয়া বিল পরিশোধ না করায় ৩৮টি লাইন কাটা হয়েছে। যার মধ্য ৬টি বাণিজ্যিক সংযোগও রয়েছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চাঁদপুরস্থ ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোঃ মাহমুদুজ্জামান জানান, গত ৩০ মে থেকে এ অভিযান অভিযান শুরু হয়েছে। শহরে প্রথমে অভিযান করছি। এরপর যেসব উপজেলায় আমাদের গ্যাস সংযোগ রয়েছে পর্যায়ক্রমে সেখানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলবে। মূলত অভিযানের সময় একমাস। কিন্তু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যত সময় লাগবে অভিযান করা হবে।

তিনি আরো বলেন, কুমিল্লা চাঁদপুর ফেনী নোয়াখালী লক্ষীপুর জেলার সমন্বয়ে ২১টি টিম একাধিক টিমে ভাগ হয়ে অবৈধ ও বকেয়া খেলাপি গ্রাহক সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান করছে। শুক্রবার বাদে গত এক সপ্তাহে আমরা ১৪০টি লাইন কাটেছি। অনুমোদনবিহীন অতিরিক্ত চুলা যারা ব্যবহার করছেন তাদের কাটা পড়ছে বেশি।

বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেডের এ অভিযানে শহরের অনেক বাসা-বাড়ির লাইন কেটে দেয়ায় বিপাকে পড়েছেন ভাড়াটিয়ারা। বাড়ির মালিকদের অবৈধ গ্যাস ব্যবহারের খেসারত ভাড়াটিয়াদের দিতে হচ্ছে বলে ভুক্তভোগীরা জানান। বাড়ির মালিকরা কেউ কেউ অভিযানের টের পেয়ে অবৈধ সংযোগ লুকাতে শুরু করেছেন। এ অবস্থায় বিব্রত অবৈধ সংযোগের বাড়ির মালিকরাও।

Exit mobile version