শরীফুল ইসলাম
চাঁদপুর জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আহমেদ মো. নাজমুল ইসলাম সরকারকে পদায়ন করা হয়েছে। এ বিষয়ে রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার পর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়ে আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।
জুলাই বিপ্লবের পর চাঁদপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দেন মোহাম্মদ মোহসীন উদ্দিন। যিনি মাত্র দেড় বছরেই চাঁদপুরবাসীর মন জয় করেছেন। এছাড়া তিনি জেলার বিভিন্ন উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন।
এদিকে চাঁদপুর জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আহমেদ মো. নাজমুল ইসলাম সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক পদে নিযুক্ত ছিলেন।
