Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে ভুট্টু হত্যা মামলার প্রধান আসামি সোহাগের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান ভুট্টু হত্যা মামলার প্রধান আসামী হামিদুর রহমান সোহাগ খান (৩৮) হত্যাকান্ডের বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন বৃহস্পতিবার।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় চেয়ারম্যানঘাট এলাকা থেকে তাকে আটক করেন মডেল থানা পুলিশ। বুধবার রিমান্ডের আবেদন করলে আদালত রিমান্ড মঞ্জুর করে। একদিন পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে সে। তার বাড়ি কুমারডুগি এলাকায়।

এর আগে মঙ্গলবার দুপুরে ভুট্টু হত্যা মামলার গ্রেফতার হওয়া ৩ আসামীর ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে ভার্চুয়াল আদালত। আসামীরা হলেন মো. মুনসুর খান (৩৫), মোস্তফা খান কালু (৪৯) ও মো. সুমন খান (৩৫)।

গত ১৮ মে দিবাগত রাতে কুমারডুগি নিজ বাড়িতে যাওয়ার পথে আজিজুর রহমান ভুট্টুকে পথিমধ্যে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় পরদিন ১৯ মে ভুট্টুর স্ত্রী চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।

Exit mobile version