Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক :
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ছুটির দিনে শুক্রবারেও ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি ও অভিযান পরিচালিত হয়েছে। ১৬ জুলাই শুক্রবার চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন হাট-বাজারে এই অভিযান চালানো হয়। এতে ভোক্ত অধিকার আইন অমান্য করায় ৬টি ব্যাবসা প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশ এবং চাঁদপুর জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

এছাড়া বিভিন্ন বাজারে ভোক্তা এবং ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। অভিযানে চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত সহযোগীতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন জানান, ভোক্তা অধিদপ্তর এর এমন অভিযান নিয়মিত পরিচালনা হচ্ছে এবং অব্যাহত থাকবে৷ ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন হলে তাকে আইনের আওতায় আনা হবে৷

Exit mobile version