Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় মোবাইল কোর্টে ৬ ব্যবসায়ীকে অর্থদন্ড

তালহা জুবায়ের :
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় বিভিন্ন শপিং সেন্টারে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে রাত রাত ৮টার পরে দোকান খোলা রাখার দায়ে ৬টি ব্যবসায় প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এনডিসি মো. মেহেদী হাসান মানিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উজ্জ্বল হোসেন।

রোববার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত শহরের রেলওয়ে হর্কাস মার্কেট, সেবা সিটি সেন্টার, হাকিম প্লাজা, পূরবি মার্কেট, জোড়পুকুর পাড় এলাকার মীর শপিং সেন্টার, কালীবাড়ি এলাকার মদিনা মার্কেট, মিয়া ম্যানশন, পালবাজার এলাকার পৌর মার্কেটসহ বিভিন্ন বিপণি বিতানে এই অভিযান চালানো হয়।

অভিযানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাত ৮টার পরে দোকান খোলা রাখায় রেলওয়ে হর্কাস মার্কেটের এম আর ফ্যাশনকে ২ হাজার টাকা, অহনা সুজকে ১ হাজার টাকা, কালিবাড়ি এলাকার টপ কালেকশনকে ৩ হাজার টাকা, ওয়াকার ফুট ওয়ারকে ১ হাজার, পালবাজার এলাকার পৌর মার্কেটের আইমুন ফ্যাশন এন্ড গার্মেন্টসকে ২ হাজার টাকা এবং স্মার্ট কালেকশনকে ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

Exit mobile version