Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে লকডাউনে টিকা দিতে নারী-পুরুষের ভিড়

শরীফুল ইসলাম :
কঠোর লকডাউনের মধ্য দিয়ে চাঁদপুরে করোনা টিকা দিতে নারী-পুরুষের গাদাগাদি লাইনে পরিণত হয়েছে। বিষয়টি যেন কারোই দেখার নেই। রোববার দুপুরে চাঁদপুর সদর হাসপাতালের করোনা টিকা কেন্দ্রে গিয়ে এ অবস্থা দেখা যায়।

অনেকেই অভিযোগ করেন টিকা দিতে স্বাস্থ্য বিধি মানছেনা। এর মধ্যে অনেকেই এসে লাইন ভেঙে টিকা দিয়ে চলে যাচ্ছেন। হাসপাতালের লোকজনের দাবি, গত দু’দিন ধরে সকাল থেকে বিকেল পর্যন্ত করোনা দ্বিতীয় ডোজ দিতে এই ভিড় লেগেই আছে।

চাঁদপুর সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, আমাদের জায়গা সংকটের কারণে এই অবস্থার সৃর্ষ্টি হয়েছে। তারপরও সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা দিতে আসা লোকজনকে নিয়ন্ত্রণ করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু লোকজন তা মানছে না।

সিভিল সার্জন বলেন, রোববার পর্যন্ত চাঁদপুরে করোনা রোগীর সংখা দাড়িয়েছে ৩ হাজার ৮৫৯জন। করোনায় মৃত্যুবরণ করেছে ১০৪জন। বর্তমানে হাসপাতালে করোনা রোগী ভর্তি আছে ১৬জন।

Exit mobile version