Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে লকডাউন অমান্যকারী মোবাইল কোর্টে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে লকডাউন অমান্য করে অযথা বাইরে ঘোরাফেরা করা ৪৯টি মামলায় ৩৫ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।বুধবার দিনব্যাপী চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার, জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত পরিচালনা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে সপ্তাহব্যাপী লকডাউন এর প্রথম দিনে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রশাসনের বিধি নিষেধ অমান্যকারীদের মোবাইল কোর্ট এর আওতায় অর্থদণ্ড প্রদান করা হয়। সপ্তাহব্যাপী এই লকডাউনে জেলা প্রশাসন সর্বদা মাঠে রয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোঃ মেহেদী হাসান মানিক বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবার আগে নিজ ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া হতে পারবেন না। প্রয়োজনে ঘর থেকে বের হলে মার্কস ও হ্যান্ড স্যানিটাইজার সাথে নিয়ে বের হতে হবে। যারা প্রয়োজন ছাড়া অযথা বাইরে ঘোরাফেরা করবেন তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের দন্ড প্রদান করা হবে।

Exit mobile version