Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুর-চট্টগ্রাম রুটের ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

শরীফুল ইসলাম :
চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের আটটি চাকা লাইচ্যুত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের পাহাড়তলী স্টেশনের কাছে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিল।

ইঞ্জিন লাইনে উঠানোর পর সকাল ১০টার দিকে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে ফের রওয়ানা হয়েছে। বেলা ১টার দিকে ট্রেনটি লাকসাম জংশন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়।

চাঁদপুরস্থ রেলওয়ের স্টেশন মাস্টার সোয়েব হোসাইন চাঁদপুর প্রবাহকে জানান, অন্যান্য দিন ট্রেনটি বেলা সাড়ে ১২টার মধ্যেই চাঁদপুরে পৌঁছে। ইঞ্জিন লাইনচ্যুতির কারণে আজ (শনিবার) এটি আসতে আসতে ২টা থেকে আড়াইটা বেজে যেতে পারে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্ত বলেন, ট্রেনটি সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম স্টেশন ছেড়ে চাঁদপুরের উদ্দেশে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে নগরীর পাহাড়তলী স্টেশনের কাছে ওই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ করা হয়। এতে কেউ হতাহত হয়নি।

Exit mobile version