Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক :
আগামী জানুয়ারি (২০২২) মাসে দেশের জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বুধবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে কমিশন সভা শেষে এ তথ্য জানান তিনি। চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনও সারাদেশের সাথে একযোগে অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা ও বর্তমানে চাঁদপুর-২ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ডিসেম্বরের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করব। জানুয়ারির দিকে জেলা পরিষদ নির্বাচন করা হবে।

কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের বলেন, জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে গতকাল মঙ্গলবারই আমরাই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। তবে আপনারা জানেন ইউনিয়ন পরিষদসহ স্থানীয় পরিষদের জনপ্রতিনিধিরাই জেলা পরিষদ নির্বাচনের ভোটার। ফলে এই ভোটগুলো শেষ না হওয়া পর্যন্ত জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করতে গেলে কিছুটা সমস্যায় পড়তে হবে। যে কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছে পরিষদের নির্বাচন শেষ হওয়ার পরেই জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Exit mobile version