- শরীফুল ইসলাম
চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে সম্প্রতি বিদ্যুতের তার চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌর এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। বিশেষ করে গত কয়েকদিন ধরে চাঁদপুর পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু সড়ক, দক্ষিণ বিষ্ণুদী বেপারী বাড়ি, মোল্লা বাড়ি, দর্জীঘাট, গুনরাজদী, সোনালী সিঁড়িসহ আশপাশের এলাকায় একের পর এক বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটছে।
এতে করে রাতের বেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে অনেক এলাকা। বাসাবাড়ির পাশাপাশি দোকানপাট ও ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোও ক্ষতির মুখে পড়ছে। হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা।
ভুক্তভোগীদের অভিযোগ, সম্প্রতি ১২ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু সড়ক, দক্ষিণ বিষ্ণুদী বেপারী বাড়ি ও মোল্লা বাড়ি এলাকায় ইমরান পাটোয়ারী, শামীম, আল-আমিন তালুকদার, খোরশেত আলম, নজরুল মিজি, মিজান মিজিসহ বেশ কয়েকজনের বাড়ির বিদ্যুতের তার চুরি হয়েছে। এতে করে তারা আর্থিক ক্ষতির পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন।
ভুক্তভোগী ইমরান পাটোয়ারী বলেন,বারবার বিদ্যুতের তার চুরি হচ্ছে। চুরি হওয়া তার আবার নতুন করে লাগাতে গিয়ে অনেক টাকা খরচ হচ্ছে। কিন্তু চোরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। আমরা থানায় জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার পুলিশকে অবহিত করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে চোরচক্র আরও সক্রিয় হয়ে উঠছে বলে মনে করছেন এলাকাবাসী। এ ঘটনায় শহরের সামগ্রিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পৌরবাসী। শহরবাসীর দাবি, দ্রুত এসব চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং রাত্রীকালীন টহল জোরদারসহ কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
