Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুর পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হচ্ছেন সাবেক এক ছাত্রনেতা!

শাওন পাটওয়ারী :
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পাচ্ছেন সাবেক একজন ছাত্রদল নেতা। দলীয় একটি সূত্র জানায়, মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী সকলেই ছাত্রদলের সাবেক প্রভাবশালী নেতা। এদের মধ্য থেকেই একজনকে আজ-কালের মধ্যে প্রার্থী ঘোষণার কথা রয়েছে।

মনোনয়ন প্রত্যাশী বিএনপির ৪ প্রার্থীর সাক্ষাৎকার বুধবার বিকেলে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের চেম্বারে অনুষ্ঠিত হয়। ৪ প্রার্থীর আলাদা সাক্ষাৎ নেয়া হয়।

দলীয় মনোনয়ন পেতে আগ্রহী ৪ প্রার্থী হলেন : জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইন এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় শহরের মুনিরা ভবনে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সভা হওয়ার কথা রয়েছে। এই সভায় চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এদিকে বিএনপির বিভিন্ন সূত্রে আভাস পাওয়া গেছে, স্থানীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত হলে দীর্ঘদিনের সম্ভাব্য মেয়র প্রত্যাশী চাঁসক ক্যাম্পাস কেন্দ্রিক এক সাবেক ছাত্রনেতার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি। আর কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ হলে এর ব্যত্যয় হতে পারে। সে ক্ষেত্রে নতুন কেউ ধানের শীষ পেতে পারেন!

Exit mobile version