Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুর লঞ্চঘাটে পুলিশের বিশেষ অভিযান : যাত্রী হয়রানীর দায়ে আটক ২১

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানী রোধে জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।

অভিযানে ২১জনকে আটক করা হয়। যাত্রীদের নিয়ে টানাহেঁচড়া, যত্রতত্র গাড়ি রেখে যানজট সৃষ্টি, নির্ধারিত ভাড়ার বেশি দাবি করাসহ যাত্রীদের হয়রানী করার আরো কিছু অভিযোগে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার বলেন, যাত্রী হয়রানি রোধে আমরা কয়েক দিন আগে লঞ্চঘাট সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা করেছিলাম। তখন আমরা সিএনজি ড্রাইভারদের পোশাক থাকা, ইজারাদার তাদের নির্দিষ্ট জায়গায় থাকাসহ বিভিন্ন বিষয়ে কিছু নিয়ম-শৃঙ্খলার কথা বলেছিলাম। কিন্তু তারা সেটা মানেনি। তারই পেক্ষিতে আজ অভিযান চালানো হয়েছে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হারুনুর রশিদ, পুরানবাজার ফাড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, টিআই মোঃ সাইফুল, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক অনুপ চক্রবর্তীসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ।

Exit mobile version