Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরানবাজারে আবারও ভাঙন

শাওন পাটওয়ারী :
চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরানবাজার অংশে আবারো মেঘনার ভাঙন দেখা দিয়েছে। প্রচন্ড ঢেউয়ের আঘাতে দেবে গেছে শহর রক্ষা বাঁধের অনেকগুলো বালুবর্তি জিইও টেক্সটাইল ব্যাগ ও সিসি ব্লক। রোববার দিবাগত রাতে প্রায় ১শ’ মিটার এলাকাজুড়ে হঠাৎ করে নদী ভাঙন দেখা দেওয়ায় মানুষ জানমালের নিরাপত্তাহীনতায় আতঙ্কিত হয়ে ছুটাছুটি করতে দেখা গেছে।

নদী ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ, পৌর কাউন্সিলর মালেক শেখসহ প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের কর্তাব্যক্তি ও স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে এলাকাবাসীকে আশস্ত করেন।

চাঁদপুরের পুরানবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, নদীতে আকস্মিক ঢেউয়ের আঘাতে নদী তীরের কিছু বালুভর্তি জিইও টেক্সটাইল ব্যাগের বস্তা এবং ব্লক তলিয়ে গেছে। যা পুরান ফায়ার সার্ভিস হতে হরিসভা প্রাঙ্গন পর্যন্ত এলাকা হবে। এতে করে জনমনে আতঙ্ক বিরাজ করে। তাই তাদের মধ্যে অনেকেই দ্রুত জরুরী আসবাবপত্র সরিয়ে নিয়েছেন।

Exit mobile version