Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁসক বাংলা ভাষা ও সাহিত্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগ কেন্দ্রিক সংগঠন বাংলা ভাষা ও সাহিত্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক সভাপতি মো. তাজুল ইসলামের সভাপ্রধানে ও সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতীর এবং সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাহফুজ উল্যাহ ইউসূফীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। চাঁদপুর সরকারি কলেজ বাংলা বিভাগ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছাইদুজ্জামান ছাইদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সহ-সভাপতি জেসমিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো: তারিকুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রভাষক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সাইফ হাসান, দপ্তর সম্পাদক আই কে হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন সহ-কোষাধ্যক্ষ সহকারী শিক্ষক রাশেদুল হক, সাহিত্য সম্পাদক শাহ মোহাম্মদ জুয়েল, সহ-মহিলা সম্পাদিকা রোকেয়া বেগম মিলি, সদস্য সহকারী শিক্ষক ইলিয়াস আহমেদ, সহ-প্রচার সম্পাদক মো: মোজাম্মেল হক। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি প্রভাষক মালেকা পারভিন মায়া, সহ-সাহিত্য সম্পাদক নূরে আলম পাটোয়ারী, প্রচার সম্পাদক সহকারী অধ্যাপক ওয়ালি আহমেদ চিশতী, ক্রীড়া সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল শাহীন, সহ-ক্রীড়া সম্পাদক সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম বাবু, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক তাসলিমা সুলতানা মুন্নি, আইসিটি সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-আইসিটি সম্পাদক মো. ফয়সাল, প্রকাশনা সম্পাদক ফরিদ হাসান, সহ-প্রকাশনা সম্পাদক প্রভাষক আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রয়াত শিক্ষক অধ্যাপক মনোহর আলী, প্রভাষক ফৌজিয়া রুমী, সহকারী অধ্যাপক তাহমিনা কবিলসহ অন্যান্য শিক্ষকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে আগামী ১১মার্চ বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হবে চাঁদপুরের বাইরে। আগ্রহীদের আগামী ২৫ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানান সাধারণ সম্পাদক আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী।

Exit mobile version