Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম. আর. কবির আইইবি ‘এথিক্স বোর্ড’ এর চেয়ারম্যান নির্বাচিত

দেশে প্রকৌশলীদের নৈতিকতা ও পেশাগত উৎকর্ষ নিশ্চিত করতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) নতুন ‘এথিক্স বোর্ড’ গঠন করেছে। এ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী এম. আর. কবির।

আইইবি’র গঠনতন্ত্রের ৮৩.০০ ধারা এবং কেন্দ্রীয় কাউন্সিলের ৬৫০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডটি প্রকৌশলীদের পেশাগত নৈতিকতা ও শৃঙ্খলা রক্ষা, মর্যাদা সমুন্নত রাখা এবং মানোন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি প্রকৌশলীদের নৈতিক আচরণ, পেশাগত দায়বদ্ধতা এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করাও এ বোর্ডের অন্যতম দায়িত্ব।

এই বোর্ডে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রকৌশল সংস্থার জ্যেষ্ঠ শিক্ষাবিদ এবং অভিজ্ঞ প্রকৌশলীরা যুক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন, বাংলাদেশ মানবাধিকার কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট অধ্যাপক ও বিশেষজ্ঞ প্রকৌশলীরা।

আইইবি আশা করছে, উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবিরের নেতৃত্বে ‘এথিক্স বোর্ড’ প্রকৌশলীদের মধ্যে নৈতিকতা, পেশাগত উৎকর্ষ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের প্রকৌশল খাতকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। -প্রেস বিজ্ঞপ্তি।

Exit mobile version