Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ফল-২০২৫’ সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ

ফল-২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। শনিবার সাভারের বিরুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা, পরিচিতি পর্ব, খেলাধুলা আর সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফল-২০২৫’ উদযাপন করে নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেবট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক আমির রাশেদ খান ও স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের পরিচালক কর্পোরেট এফেয়ার্সের পরিচালক ইশতেকমাল হোসেইন ও বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক সফল এলামনাই। এলামনাইরা হলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেরর সহকারি পরিচালক মোঃ আবদুস সালাম (বিএ ডিপার্টমেন্টের), সিলিকন কম্পিউটিং লিমিেিটডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাসির ফিরোজ (ইটিই ডিপার্টমেন্টের), এনএসি ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রির হেড অব প্রডাক্শনস মাসুদ রানা ( এনএফই ডিপার্টমেন্টের) ও বিজ পার্টনার ৩৬০ এলএলসি ’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৌম্য সুপ্রিয়া (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের)।

এছাড়া অনুষ্ঠানে ৯ম শিতরউ কারাতে-দো ওপেন বাংলাদেশ চ্যাম্পিয়নশীপে ৭টি পদক পাওয়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৫ কৃতি শিক্ষার্থী, বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পিইএসএস পিার্টমেন্টের শিক্ষার্থী আফিদা খন্দকার জেসিআই বাংলাদেশ ওমেন অব ইন্সপিরেশন এওয়ার্ড ২০২৫ অর্জন করায়, স্পোগোমী ওয়ার্ল্ডকাপ -বাংলাদেশ কোয়ালিফাইয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসিও ফাইটারদের, ১৬তম হেনরী ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগীতা ২০২৫ এ রানার আপ ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটির ড্যাফোডিল মুট কোর্ট এর সদস্যদের এবং বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও উদ্যোক্তাবৃত্তি বিভাগের শিক্ষার্থী তাসনিমুল হাসান সুইজারল্যন্ডভিত্তিক উদ্যোগ এসআইএম কিউবেটর( ঝওগপঁনধঃড়ৎ) থেকে ৪লক্ষ আশিহাজার টাকা অনুদান পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্ম্বধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন এবং সফলতাগুলো ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নবীন এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক এবং জীবনমুখী দিক-নির্দেশনা প্রদান করেন। তাছাড়া একজন সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার পাশাপাশি ক্যাম্পাসের সুযোগ-সুবিধাগুলোকে নিজের ভবিষ্যত বিনির্মাণের জন্য কাজে লাগাতে সজাগ দৃষ্টি রাখতে বলেন তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান তার ভিডিও বার্তায় বলেন, নবীনদের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক। তারা আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি পরিমাণে উদ্ভাবনী এবং নতুন অর্জনে এই বিশ্ববিদ্যালয়ের নাম আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ করবে বলে আশা করি। তবে সবশেষে নিজেকে একজন মানবিক ও রাষ্ট্রীয় সম্পদ হিসেবে তৈরি করতে হবে। এজন্য এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদেরকে সব ধরণের সুযোগ সৃষ্টি করে দিতে প্রস্তুত।

নবীনদের বিচরণে এদিন পুরো ক্যাম্পাস ছিল প্রাণচঞ্চল ও উৎসব মুখর। -প্রেস বিজ্ঞপ্তি।

Exit mobile version