Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ফিল সিমন্সের বিশেষ সেমিনার

 

সাভার ড্যাফোডিল স্মার্ট সিটিতে একটি বিশেষ সেমিনার সেশনের আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট জগতের খ্যাতিমান ব্যক্তিত্ব, সাবেক ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের তারকা ক্রিকেটার ও জাতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণ ক্রীড়া অনুরাগীরা বিশ্বমানের ক্রীড়া নেতৃত্ব, পেশাদার অভিজ্ঞতা এবং অনুপ্রেরণামূলক জীবনদর্শন জানার বিরল সুযোগ পাচ্ছে
বিশ্বখ্যাত এই ক্রীড়া ব্যক্তিত্বের সফর বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গর্বের মুহূর্ত, যা শিক্ষার্থী, শিক্ষক এবং ক্রীড়ানুরাগীদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিসম্পন্ন একজন স্পোর্টস লিডারের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা বিনিময়ের  এক অনন্য সুযোগ তৈরি করেছে। দিনব্যাপী এই আয়োজনের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও পেশাদার ক্রীড়াচেতনার বিকাশ ঘটানো।
বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে পৌঁছানোর পর ফিল সিমন্সকে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সেস  বিভাগের উদ্যোগে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং ক্যাম্পাস পরিদর্শনের আয়োজন করা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে প্রফেসর লুৎফর রহমান হলে আয়োজিত সেমিনার সেশনে ফিল সিমন্স তাঁর দীর্ঘ আন্তর্জাতিক খেলোয়াড়ি ও কোচিং জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তব্যে তিনি শৃঙ্খলা, দলগত কাজ, মানসিক দৃঢ়তা এবং লক্ষ্যনির্ভর জীবনের গুরুত্বের ওপর আলোকপাত করেন। সেমিনারে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সেস  বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং প্রশ্নোত্তরের মাধ্যমে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।
সেমিনার শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আয়োজকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। পরে একটি মিডিয়া ইন্টার‌্যাকশন সেশনে অংশ নিয়ে তরুণদের ক্রীড়া উন্নয়ন, ক্রিকেট সংস্কৃতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে নিজের মতামত তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এ ধরনের আন্তর্জাতিক মানের ব্যক্তিত্বদের সঙ্গে সরাসরি সংযোগ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক এবং ডিআইইউ-এর সমন্বিত ও মানবিক শিক্ষা দর্শনকে আরও শক্তিশালী করে।
ফিল সিমন্সের এই সফর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্রীড়া শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং বৈশ্বিক সম্পৃক্ততার পথে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি
Exit mobile version