Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

তীর্থযাত্রা হতে পরপারে যাত্রা!

ফয়েজ আহমেদ :
বেপরোয়া বোগদাদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় নিহত বিভা রানী দাস ও গীতা রানী ভৌমিক তীর্থযাত্রী হিসেবে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় শ্রী শ্রী রাম ঠাকুরের বার্ষিক উৎসবে যাচ্ছিলেন। ওই উৎসবে যোগদানের জন্য পরিবারের ৬ সদস্যসহ কালিয়াপাড়া বাস স্টপেজ হতে বাসে উঠেছিলেন। চাঁদপুর হয়ে লঞ্চযোগে তাদের শরীয়তপুর যাওয়ার কথা ছিল।

দুর্ঘটনার পর ২জন পরপারে আর বাকী ৪জনের স্থান হয় হাসপাতালে। সন্ধ্যায় কোমরে প্রচন্ড ব্যথা নিয়ে মায়ের সৎকারে উপস্থিত হন পুত্র প্রভাংশু বিমল দাস সুমন।

এ সময় তিনি জানান, তার মা বিভা রানী দাস (৬৫), ছোট ভাইয়ের শাশুড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকার মৃত সুবল চন্দ্র ভৌমিকের স্ত্রী গীতা রানী ভৌমিক, কাকি দীপ্তি রাণী দাস ও পূর্নিমা রাণী দাসসহ কালিয়াপাড়া হতে বাসে উঠেছিলেন। বাসের গতি বেশি থাকায় তারা বারবার গাড়ি আস্তে চালানোর অনুরোধ করলেও চালক তাতে কর্ণপাত করেননি।

Exit mobile version