Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

পুলিশ সুপারের মহানুবভতা!

নিজস্ব প্রতিবেদক :
ক্ষুধা ও সন্তানের কথা চিন্তা করে রাস্তায় বের হয় ক’জন খেটে খাওয়া মানুষ। করোনা মোকাবেলায় বাদসাধে পুলিশ। গাড়ি আটকের সময় তাদের নাম তালিকা করে পুলিশ সুপার মো. মাহাবুর রহমানের নির্দেশে। তালিকা প্রস্তুত। নির্দেশ মতো প্রতিটি চালকের হাতে ৭ দিনের খাবার তুলে দেয়া হয়। আর বলা হয় করোনা ভাইরাস রোধে ঘর থেকে বের না হতে।

শুক্রবার চাঁদপুর শহরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হওয়া বেশ কয়েকজন চালক জানান, সড়কে কর্তব্যরত পুলিশ তাদের আটক করে। তখন চালকরা স্বীকার করেন, একান্ত পেটের দায়ে তাদের সড়কে নামতে হয়েছে। বিষয়টি পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে জানানো হলে পুলিশ সুপার এর নির্দেশে আটক হওয়া সিএনজি চালিত অটোরিকশার চালকদের হাতে তুলে দেওয়া হয় তাদের অতি প্রয়োজনীয় খাদ্য পণ্য। যা দিয়ে অন্তত একসপ্তাহ পরিবারের সদস্যদের নিয়ে চলতে পারবে।

Exit mobile version