Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

ফরিদগঞ্জে কর্মহীনদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছাবেন ডাক্তার সাগর

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, ফরিদগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক ডা. হারুন অর রশিদ সাগর কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও স্বল্প আয়ের লোকদের জন্য করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতি গ্রহণ করেছেন।

তার সামর্থ অনুযায়ী প্রস্তুত করছেন খাদ্য সামগ্রী। শনিবার ও রবিবার সাধারণ মানুষের ঘরে ঘরে দলীয় কর্মীরা পৌঁছে দিবেন বলে জানা গেছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, লবন, আটা, পেঁয়াজ, ও হাত ধোয়ার সাবান। বৃহস্পতিবার রাতে কর্মীরা এইসব খাদ্য সামগ্রী প্যাকেটজাত করা শুরু করেছে, যা শেষ হতে শুক্রবার রাত পর্যন্ত সময় লাগতে পারে।

এর আগে গত ১৭ মার্চ থেকে করোনাভাইরাসসহ বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২৪ ঘন্টা তিনি মোবাইল ফোনে চিকিৎসা সেবামূলক পরামর্শ দিয়ে আসছেন যা করোনা ভাইরাস শেষ হওয়া পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছেন চিকিৎসক হারুন-অর-রশিদ (সাগর)।

Exit mobile version