Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

মনোনয়নের পর চাঁদপুরে নির্বাচনী আমেজ, উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা

শরীফুল ইসলাম
চাঁদপুরে যেন আবারও ফিরে এসেছে নির্বাচনী আমেজ। দীর্ঘ রাজনৈতিক স্থবিরতা পেরিয়ে বিএনপির পাঁচটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই জেলার সর্বত্র জমে উঠেছে উত্তাপ ও উচ্ছ্বাস। দলের নেতাকর্মীরা নতুন উদ্যমে মাঠে নেমেছেন, শুরু করেছেন গণসংযোগ, মিছিল-মিটিং আর নানা কর্মসূচি।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন মনোনয়ন পাওয়ার পরদিনই নির্বাচনী যাত্রা শুরু করেন। উজানি মাদ্রাসায় মরহুম ক্বারী ইব্রাহীম (র.)-এর কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি প্রচারণার সূচনা করেন। শত শত নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত মিলন বলেন,কচুয়াবাসীর দোয়া ও সহযোগিতা চাই। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে ড. জালাল উদ্দিন মনোনয়ন পাওয়ার পর মতলবে ফিরলে নেতাকর্মীরা তাকে ফুলের তোড়ায় বরণ করেন। তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
অন্যদিকে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মনোনয়ন পাওয়ার পর বাবার কবর জিয়ারত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন। তিনি বলেন, এই মনোনয়ন আমার নয়, এটি চাঁদপুরবাসীর। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের পাশে দাঁড়াতেই আমরা মাঠে নামছি।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ ঢাকায় মনোনয়ন ঘোষণার পর সরাসরি নির্বাচনী এলাকায় আসেন। পথসভায় অংশ নিয়ে তিনি বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। যারা আমার বিরুদ্ধে কথা বলে, আমি চাই তারাও আমার কাছে আসুস।
চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মমিনুল হক। তিনি বর্তমানে দেশের বাইরে থাকলেও, তার মনোনয়ন ঘোষণার খবরেই এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে।
এদিকে বিএনপির পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশও আগেই পাঁচটি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এবং মাঠে গণসংযোগ চালিয়ে যাচ্ছে।
মনোনয়ন ঘোষণার পর পুরো চাঁদপুর এখন নির্বাচনের রঙে রঙিন। গ্রাম থেকে শহর সবখানেই চলছে আলোচনা, প্রত্যাশা আর রাজনৈতিক প্রস্তুতির ব্যস্ততা।
Exit mobile version