Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

রাতে নয়, প্রকাশ্যে দিনের আলোতে ডিজিটাল ভোট ডাকাতি হয় : বিএনপি

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে দেশব্যাপী ভোট কারচুপি, নারী ধর্ষণ, দুর্নীতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে ও মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান শফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝি, কাজী গোলাম মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভোট কারচুপি, নারী ধর্ষন, দুর্নীতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে এ সরকার পুরোপুরি ব্যর্থ। এখন রাতে নয়, প্রকাশ্যে দিনের আলোতে ডিজিটালভাবে ভোট ডাকাতি হয়। মানুষের ভোটাধিকার এ সরকার কেড়ে নিয়েছে। মা-বোনের ইজ্জত নিরাপদ নেই। এ সরকারের ছাত্রলীগ-যুবলীগ দেশব্যাপী ধর্ষণের উৎসব করছে।

বক্তারা আরো বলেন, মানুষ এখন ক্ষুধা নিবারণে আলু ভর্তা দিয়ে ভাত খেতে পারবে না। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। দ্রব্যমূল্য আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। দুর্নীতিতে এ সরকার অতীতের সকল রেকর্ড ভেঙে ফেলেছি। অবিলম্বে দেশ পরিচালনায় সকল ব্যর্থতা কাঁধে নিয়ে পদত্যাগ করুন। অন্যথায় এ দেশের মানুষ জুলুম সরকারকে টেনে হিছড়ে নামাবে।

Exit mobile version