Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

সুদমুক্ত শিক্ষাঋণ দিচ্ছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাস সংকটের কালে শিক্ষাজীবন গতিশীল রাখতে শিক্ষার্থীদের সুদমুক্ত শিক্ষাঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। চলতি সেমিস্টারে (ফল-২০২০) নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই ঋণ সুবিধা পাবেন।

ঋণসুবিধার পাশাপাশি শিক্ষাবৃত্তির দুয়ারও যথারীতি খোলা থাকছে শিক্ষার্থীদের জন্য। এই ঋণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের টিউশন ফি পরিশোধ করতে পারবেন। পরবর্তীতে বিভিন্ন মেয়াদী কিস্তিতে এই ঋণ পরিশোধ করা যাবে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসসৃষ্ট সঙ্কটের কালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার শিক্ষার্থীদের জন্য বিনাসুদে ঋণপ্রদান করে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করলো। এই শিক্ষাঋণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে গতিশীল, প্রাণবন্ত ও দুঃশ্চিন্তামুক্ত করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে।

প্রতিষ্ঠার সময় থেকেই শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তিসহ নানান সুযোগ-সুবিধা প্রদান করে আসছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আগামীতে এই ধারা আরো বেগবান হবে বলে কর্র্তৃপক্ষ দৃঢ় আশাবাদী। -প্রেস বিজ্ঞপ্তি।

Exit mobile version