Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল দুই শতাধিক রোগী

  • নিজস্ব প্রতিনিধি
অরাজনৈতিক, সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প–২০২৬। এতে বিভিন্ন বয়সের প্রায় ২শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
৩ জানুয়ারি (শনিবার) ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল বলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের মতো তরুণদের নেতৃত্বে পরিচালিত সংগঠনগুলো সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানবসেবায় শিক্ষার্থীদের এই অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসনীয়। এমন উদ্যোগ অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—চাঁদপুর জেলা কর্মস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ও খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সভাপতি সফিকুর রহমান, খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জজকোর্টের আইনজীবী এমরান হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান গাজী, পাটোয়ারী সার্জিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মাহাতাব উদ্দিন পাটোয়ারী।
অতিথিরা তাদের বক্তব্যে সংগঠনের প্রশংসা করে বলেন, যে বয়সে অনেক তরুণ সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, সেই সময়ে গুপ্টি পশ্চিম ইউনিয়নের এই তরুণরা নি:স্বার্থভাবে মানবসেবায় কাজ করছে—এটি সমাজের জন্য আশাব্যঞ্জক। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে এই সংগঠন আরও বড় পরিসরে মানুষের কল্যাণে কাজ করতে পারবে।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন
মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, হরমোন, মা ও শিশু রোগ, বাত ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা: নাহিদ হাসান, মেডিসিন, হৃদরোগ, অ্যাজমা, হাঁপানি, ডায়াবেটিস ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা: রেদওয়ানুর নবী চৌধুরী, চর্ম, যৌন, এলার্জি ও কসমেটিকস রোগের বিশেষজ্ঞ ডা. কানিজ দিলারা আজম।
চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে পরামর্শের পাশাপাশি ওষুধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ ও ওজন পরিমাপসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ বলেন, ২০১৯ সাল থেকে আমরা সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছি। তারই ধারাবাহিকতায় প্রতিবছর ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। যারা আমাদের এই উদ্যোগে সহযোগিতা করেছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞ। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আমাদের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের শুভাকাঙ্খী, ব্যবসায়ী ও সমাজসেবক এনায়েত পাটোয়ারী,
ফরিদগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের ল্যাব ইনচার্জ মেহেদী হাসান রাসেল, খাজুরিয়া ফুটবল একাডেমির উদ্যোক্তা আব্দুর রহিম তপদার, বিডি ক্লিন চাঁদপুরের সাবেক সমন্বয়ক রফিকুল ইসলাম রাফি, সেচ্ছাসেবক টিটু হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত মেডিকেল ক্যাম্পে আর্থিক সহযোগিতা প্রদান করেন উন্নতমানের পাঞ্জাবির ব্র্যান্ড ‘ডেরি’ এবং সুনামধন্য সার্জিক্যাল প্রতিষ্ঠান ‘পাটোয়ারী সার্জিক্যাল’।
Exit mobile version